২০২০ সালে হিথ্রো বিমানবন্দরে যাত্রী হ্রাস পেয়েছে ৭৩ শতাংশ
২০২০ সালে ব্রিটেনের সবচেয়ে বড় বিমানবন্দর হিথ্রোতে যাত্রী সংখ্যা হ্রাস পেয়েছে ৭৩ শতাংশ, যা কিনা ১৯৭৫ সালের পর বার্ষিক হিসাবে সর্বনিম্ন। কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে বছরজুড়ে একের পর এক ফ্লাইট বাতিল হয়েছে। সেজন্য মূলত এ হ্রাস দেখা গেছে। পরিসংখ্যান অনুসারে, গত বছর হিথ্রো হয়ে ২ কোটি ২১ লাখ যাত্রী আসা-যাওয়া করেছে। যা কিনা ২০১৯ সালের চেয়ে ৫ কোটি ৯০ লাখ কম। গত ডিসেম্বরে অবশ্য যাত্রী পরিবহন নভেম্বরের চেয়ে বেড়ে ১১ লাখে দাঁড়িয়েছে। অবশ্য তা আগের বছরের ডিসেম্বরের তুলনায় ৮৩ শতাংশ নিচে। কভিড-১৯-এর নতুন রূপ সামনে আসার কারণে সে সময় প্রচুর ফ্লাইট থামিয়ে দিতে হয়েছে। কঠিন এ সময়ে হিথ্রো বেতন কমিয়ে এবং বছরের বেশির ভাগ সময় একটি রানওয়ে খরচ অনেক হ্রাস করেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, খাতটি এখন টিকে থাকার জন্য সংগ্রাম করছে। পাশাপাশি সরকারের সাহায্যও প্রার্থনা করেছে তারা।