সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেট নগরীর আম্বরখানা দত্তপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহাদত হোসেন ইমন (২৪)। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম সেমিস্টারের ছাত্র। শুক্রবার রাত দেড়টার দিকে দত্তপাড়ার একটি বাসার আন্ডারগ্রাউন্ডের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত জানুয়ারি থেকে ইমন ওই বাসার আন্ডারগ্রাউন্ড ভাড়া নিয়ে কাওসার আলম নামের আরেক যুবককে নিয়ে থাকত। শুক্রবার জুম্মার নামাজে বের হয়ে ইমনের রুমমেট কাওসার আর মেসে ফিরেনি। রাত সাড়ে ১০টার দিকে পাশের বাসার এক ব্যক্তি ইমনকে ডাকতে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। অনেকণ ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে তিনি বাসার মালিকসহ আশপাশের লোকজনকে জানান। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দরজা ভেঙে রুমের ভেতরে ইমনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button