করোনার আরও একটি নতুন ধরণ ব্রিটেনে শনাক্ত
ব্রাজিলে ছড়িয়ে পরা করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে ব্রিটেনেও। দেশটির একজন শীর্ষ সংক্রমক বিশেষজ্ঞ বিবিসিকে এ কথা জানিয়েছেন। জিটুপি-ইউকে ন্যাশনাল ভাইরোলজি কনসোরটিয়ামের প্রধান প্রফেসর ওয়েন্ডি বারক্লে বলেন, ব্রাজিলে করোনাভাইরাসের দুটি স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। এরমধ্যে একটি ব্রিটেনে শনাক্ত হয়েছে। তবে অপরটি এখনো চিহ্নিত হয়নি। তবে এর আগে ব্রিটিশ পরিবহণ সেক্রেটারি গ্রান্ট শ্যাপস দাবি করেছিলেন, তিনি যতদূর জানেন তাতে ব্রিটেনে ব্রাজিলের স্ট্রেইনটি আসেনি। তার ওই দাবির পরেই বিবিসিকে ব্রাজিলীয় স্ট্রেইন থাকার কথা জানান প্রফেসর ওয়েন্ডি।
উল্লেখ্য, ব্রিটেনে আজ শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ১২৮০ জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫,৭৬১ জন। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮৭ হাজার ২৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ১৬ হাজার ১৯ জন।