আইসোলেশনে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর আইসোলশনে চলে গেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সোমবার বিকেলে এনএইচএসের অ্যাপের মাধ্যমে তাকে সতর্ক করা হয়। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনের পর তার কাছে এই সতর্ক বার্তা পাঠানো হয়। হ্যাংকক নিজেই তার আইসোলেশনে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন হ্যাংকক। টুইটারে প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, গত রাতে আমাকে এনএইচএস করোনাভাইরাস অ্যাপ থেকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। তাই আমি নিজের বাড়িতেই আইসোলেশনে থাকব। আগামী রোববারের আগে আমি বাইরে বের হচ্ছি না।
আইসোলেশনে থাকা সামাজিক দূরত্ব রক্ষা করার সবথেকে গুরুত্বপূর্ন অংশ। অ্যাপের মাধ্যমে আমি জানতে পেরেছি যে, আমি কোনো একজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি চলে গিয়েছিলাম। এভাবে আইসোলেশনে থেকেই আমরা সংক্রমণের চেইন ভাঙ্গতে পারবো। তিনি আরো বলেন, এই সময় আপনাকে অবশ্যই নিয়ম মানতে হবে। তাই আমি আগামী ৬ দিন বাড়িতে বসেই সব কাজ করবো।
Last night I was alerted by the @NHSCOVID19app to self isolate so I’ll be staying at home & not leaving at all until Sunday.
We all have a part to play in getting this virus under control. pic.twitter.com/MaN1EI7UyY
— Matt Hancock (@MattHancock) January 19, 2021