জসিম উদ্দিন সেলিমকে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের গণসংবর্ধনা প্রদান

Youthযুক্তরাজ্য ইয়ুথ ভয়েসের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম এর বাংলাদেশ সফর উপলক্ষে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের পক্ষথেকে এক গণসংবর্ধনা প্রদান করা হয়। গত ১১ অক্টোবর শুক্রবার পুরানা পল্টনের বার্ডস আই রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইয়ুথ ভয়সের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, ঢাকসুর সাবেক এজিএস ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন। বিশেষ অতিথি ছিলেন, নিলুফার চৌধুরী মনি এম পি, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য কাজী আবুল বাশার, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আমীরুল ইসলাম আলীম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সহ-সভাপতি হায়দার আলী লেলিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদুজ্জামান এপোলো, ছাত্রদলের সাবেক সহসভাপতি দুলাল হোসেন, ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম,  বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সায়হাম আশরাফ আল মতি, স্বেচ্ছাসেবক দলের আন্ত: সম্পাদক শহীদুজ্জামান কাকন।
অতিথিগন তাদরে বক্তব্যে বলেন, “ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ তার সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে ইতিমধ্যে সারাদেশের যুবসম্প্রদায়ের কাছে একটি জনপ্রিয় সংগঠন হিসবে পরিচিতি পেয়েছে। যার নেতৃত্বে আছেন মেধাবী তরুণ নেতৃত্ব ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। তার এ উন্নয়ন আন্দোলন আগামীর উন্নত বাংলাদেশ গড়তে সহযোগী হিসাবে কাজ করবে।রদেশের গন্ডি ছেড়ে প্রবাসেও ইয়ুথ ভয়েসের শক্তিশালী ব্যাপ্তি রয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম সেখানে তার রাজনীতির ব্যস্ততার পাশাপাশি ইয়ুথ ভয়েসের সাথে কাজ করেছে। তার এ সম্পৃক্ততা প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের সামাজিক উন্নয়নে  আরও বেশী উৎসাহ যোগাবে।‘  তারা জসিম উদ্দিন সেলিমের রাজনৈতিক সাফল্য কামনা করেন।
সংবর্ধিত অতিথি জসিম উদ্দিন সেলিম তার বক্তব্যে ইয়ুথ ভয়স অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার কে এ বিশাল সংবর্ধনা আয়োজনের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বহুদিন ধরে জাতীয়তাবাদের সপক্ষশক্তি ইয়ুথ ভয়েসের মত সামাজিক উন্নয়ন মূলক সংগঠনের অভাব বোধ করে আসছিল। ইয়ুথ ভয়েস তার কর্মদক্ষতা, মেধা ও উন্নয়ন কর্মকান্ডের সমণ্বয় সাধন করে দেশে বিদেশে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংবর্ধনা সভার সভাপতি ব্যারিস্টার তারেক আকবর খন্দকার তার বক্তব্যের শুরুতে যুক্তরাজ্য ইয়ুথ ভয়েসে জসিম উদ্দিন সেলিমের ব্যাপক ভূমিকার প্রশংসা করেন। তিনি তার বাংলাদেশ সফরের সফলতা কামনা করেন। ব্যারিস্টার তারেক তার বক্তৃতায় বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি এবং ভবিষ্যতেও সংগঠনটি যুবসম্প্রদায়কে দেশের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত রাখবে, এটাই আমরা দৃঢ়ভাবে বলতে পারি।
সংবর্ধনা সভা পরিচালনা করেন ইয়ুথ ভয়েসের কেন্দ্রীয় নেতা নোমান হাসনাত। তাকে সহযোগীতা করেন রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। সভায় আরও বক্তব্য রাখেন, ইয়ুথ ভয়েসের মহাসচিব কারিমুল হাই নাঈম, ইয়ুথ ভয়েস যুক্তরাজ্য শাখার সদস্য সচিব আল সাবাবিন, ইয়থ ভয়েস নেতা মশিউর রহমান, মুজাহিদুল ইসলাম পারভেজ, ইফাজ খান, সনেট শাহা, সোহাগ, লিমন, শুভ্র, পলাশ মিয়া, সৈকত শাহা, মোহাম্মদ আলী, আরাফাত আহমেদ, আশিস শাহা, বাবু মিয়া, সোলায়মান কবির আরিফ, আশরাফ আকন্দ, গোলাম আজম, টিপু সুলতান, সারোয়ার, রেজা, এনামূল, কবীর শিশির, ফরিদ আহমেদ, নাজমূল হোসেন, ইমু, রাফিন প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button