এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মুক্তবাণিজ্য চুক্তিতে যোগ দিচ্ছে ব্রিটেন
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ১১টি দেশের মধ্যকার একটি মুক্তবাণিজ্য চুক্তিতে (এফটিএ) যুক্ত হওয়ার কথা ভাবছে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার কয়েক সপ্তাহ পর শনিবার এ ঘোষণা দিল দেশটি। কমপ্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে (সিপিটিপিপি) যুক্ত হওয়ার জন্য আজ আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠাবেন ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাস। বৈশ্বিক অর্থনীতির ১৩ দশমিক ৫ শতাংশের প্রতিনিধিত্ব করে সিপিটিপিপিতে যুক্ত হওয়া দেশগুলো। এছাড়া এখানে ৫০ কোটি মানুষের বসবাস।
প্রধানমন্ত্রী বরিস জনসন আশা প্রকাশ করেন, সম্ভাব্য নতুন এ অংশীদারিত্ব ব্রিটেনের মানুষের জন্য বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়ে আসবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিপিটিপিপিতে যুক্ত হওয়ার জন্য আলোচনা চলতি বছরেই শুরু হচ্ছে। ১১ সদস্যের ব্লকটির সদস্যদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মেক্সিকো ও ভিয়েতনামের মতো অর্থনীতি।