কাওমী মাদরাসা ও আলেম-ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে : খেলাফত মজলিস
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে লালখান বাজার মাদরাসার অগ্নিকান্ডের মত একটি দুর্ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে সরকারের গ্রেনেড আবিষ্কারের সাজানো নাটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, লালখান বাজার মাদরাসার সাজানো নাটক আর কুৎসিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশের জনগণকে বোকা বানানো যাবে না। বরং জনগণের সামনে সরকারের ইসলাম বিদ্বেষী চরিত্রের মুখোশ উন্মোচিত হচ্ছে। আসলে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় মাদরাসা ছাত্র কমানোর যে প্রকল্প হাতে নিয়েছেন এ ঘটনা তারই অংশ।
বিবৃতিতে নেতৃদ্বয় সরকারকে দেশের কাওমী মাদরাসা ও আলেম-ওলামাদের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র বন্ধের এবং অনতিবিলম্বে জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মুফতি ওয়াক্কাস ও মুফতি হারুন ইজহারসহ গ্রেফতারকৃত সকল আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি দাবি করেন।