সুদহার ০.১ শতাংশে বহাল রাখতে সর্বসম্মতিক্রমে ভোট
অর্থনৈতিক পুনরুদ্ধারের পূর্বাভাস ব্যাংক অব ইংল্যান্ডের
সফল টিকাদান কার্যক্রমের মাধ্যমে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারের পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। দেশটির কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৭ দশমিক ২৫ থেকে ৫ শতাংশে নামিয়ে এনেছে। তবে ২০২২ সালের পূর্বাভাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ২৫ থেকে ৭ দশমিক ২৫ শতাংশে উন্নীত করেছে ব্যাংকটি।
নীতিনির্ধারকরা এরই মধ্যে মূল সুদহার রেকর্ড নিম্ন শূন্য দশমিক ১ শতাংশে রাখতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর প্রথম বৈঠক শেষে বিওই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ব্যাংকটি জানিয়েছে, যদিও চলতি বছরের প্রথম তিন মাসে অর্থনীতি ৪ শতাংশ হ্রাস পাবে। এরপর টিকাদান কার্যক্রমের কারণে গ্রাহকদের ব্যয় বেড়ে যাওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি শুরু হবে। বর্তমানে মন্দা সত্ত্বেও ২০২২ সালের প্রথম প্রান্তিকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ করোনাপূর্ব পর্যায়ে ফিরে আসতে পারে।
ব্যাংকটির গভর্নর অ্যান্ড্রু বেইলি সংবাদিকদের বলেন, টিকাদান কার্যক্রমের দ্রুত অগ্রগতি অর্থনীতির জন্য সুসংবাদ নিয়ে আসছে। খুব দ্রুতই আমাদের অর্থনীতি করোনাপূর্ব সময়ের পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আমি টিকাদানে জড়িত প্রত্যেককে অভিনন্দন ও শ্রদ্ধা জানাতে চাই। এটি একটি দুর্দান্ত গল্প এবং এটি আমাদের পূর্বাভাসকে সত্য করবে।