ব্রিটেনে বাড়িঘরের জন্য বিলিয়ন পাউন্ড বরাদ্দ ঘোষণা
ব্রিটিশ সরকার বাড়িঘরের ক্ল্যাডিং অর্থাৎ ক্ষতিকর আবরণ অপসারণে বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে, যে ক্ল্যাডিং সংকট বাড়ির মালিকদের নিঃস্ব করে দিয়েছে, ফেলেছে অসহনীয় পরিস্থিতিতে। তবে প্রশ্ন হচ্ছে, এতে বন্দোবস্তগ্রহীতারা কী পরিমাণ অর্থ প্রদান করবেন। কমিউনিটি মন্ত্রী রবার্ট জেনরিক বুধবার পার্লামেন্টে এই নতুন উদ্যোগের বিষয়টি ঘোষনা করার কথা। বাড়িঘরের দাহ্য আবরণ অপসারণে লাখ লাখ ফ্লাট মালিককে যাতে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে না হয় সেজন্য রক্ষণশীল দলের এমপিগণসহ মন্ত্রীবর্গ তীব্র চাপের মধ্যে রয়েছেন। ২০১৭ সালে গ্রেনফেল টাওয়ার বিপর্যয়ের পর ৩ বছরের অনিশ্চিত অবস্থা শেষে এধরণের পদক্ষেপ নেয়া হচ্ছে। টাওয়ার বিপর্যয়ের পর হাজারো এপার্টমেন্ট ব্লকে বিপজ্জনক ত্রুটি প্রকাশিত হয় এবং ভবনের নিরাপত্তাজনিত সংকট এসব…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login