বৃহস্পতিবারও হরতাল ডেকেছে জামায়াত
আবারও হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। ৩ দিনের টানা হরতালের পর আগামী কাল তারা দেশব্যাপী এই কর্মসূচী পালন করবে। দলের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর জামায়াত এই হরতাল দিয়েছে। বুধবার দুপুরে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন কর্মসূচির কথা জানানো হয়। এর ফলে চলতি সপ্তাহে জামায়াতের হরতাল গড়াবে টানা চতুর্থ দিনে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আদর্শিক নেতা গোলাম আযমের রায় ঘোষণার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। ওই দিন রায়ে গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দেয়া হলে তার প্রতিবাদে পরদিনও হরতাল ডাকা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বুধবার দেয়ার ঘোষণা দিলে টানা তৃতীয় দিনের মতো সেদিনও হরতাল ডাকে তারা।