উড়িষ্যায় ঘূর্ণিঝড় পাইলিনের আঘাত : ৮ জনের মৃত্যু
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পাইলিন আঘাত হেনেছে। ভারতীয় সময় রাত সাড়ে আটটার দিকে উড়িষ্যার গোপালপুরে আঘাত হানে। এতে অন্তত ৮ জন মারা গেছেন। উড়িষ্যার রাজ্য সরকারের বরাদ দিয়ে খবরে বলা হয়, সেখানে অন্তত ৮ জন মারা গেছেন। ঘূর্ণিঝড়ে ভুবনেশ্বরসহ বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মার্কিন নৌবাহিনীর ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র ‘পাইলিন’কে সুপার সাইক্লোন বা সর্বোচ্চ মাত্রার সাইক্লোন বলে বর্ণনা করে জানায়, যার আওতায় বাতাসের গতি ঘন্টায় ১৯৬ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।
এ ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতের পূর্ব উপকূল জুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। অন্তত পাঁচ লাখ মানুষকে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে আগেই সরিয়ে নেয়া হয়েছে।
ঘুর্ণিঝড় পাইলিন উড়িষ্যা রাজ্যের গোপালপুর দিয়ে প্রথম স্থলভাগে আঘাত হানে। উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের প্রায় আড়াইশ’ থেকে তিনশ’ কিলোমিটার উপকূল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।
ভারতের উপদ্রুত এলাকার বন্দরগুলোকে আবহাওয়া দফতর থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়।
এদিকে পাইলন মোকাবিলায় ভারত সরকার ইতোমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সদস্যদের মোতায়েন করেছে।
সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ২৩০০ সদস্যকে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে প্রস্তত রাখা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে খবরে বলা হয়, বঙ্গোপসাগরে এ পর্যন্ত যত ঘূর্ণিঝড়ের রেকর্ড তাদের কাছে আছে, পাইলিন হতে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়গুলোর একটি।