লকডাউনে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি ফার্ম পাবে ১৮ হাজার পাউন্ড
ইংল্যান্ডের প্রায় ৭ লাখ ব্যবসা প্রতিষ্ঠান এপ্রিল থেকে এ অনুদান পাবে
ব্রিটেনে লকডাউনে বন্ধ থাকায় পাব, রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় নয় এমন দোকানগুলোকে সহায়তার জন্য অর্থমন্ত্রী ঋষি সুনাক ৫০০ কোটি পাউন্ড তহবিল দিচ্ছেন। এক্ষেত্রে প্রতিটি ফার্ম ১৮ হাজার পাউন্ড করে পাবে। ইংল্যান্ডের প্রায় সাত লাখ দোকান, রেস্তোরাঁ, হোটেল, হেয়ার ড্রেসার, জিম ও অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগামী এপ্রিল থেকে এ ‘পুনরায় খোলার অনুদান’ পাবে। এটি বর্তমানে চলা মাসিক অনুদান ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে। এ অনুদানকে ব্যবসায়ীরা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন। তবে কিছু ব্যবসায়িক গোষ্ঠী জানিয়েছে, এটি তাদের জন্য যথেষ্ট নয়।
মহামারীর প্রভাব সত্ত্বেও যুক্তরাজ্যে পূর্ণকালীন কাজ বেড়েছে। তবে খণ্ডকালীন চাকরি কিংবা স্বকর্মসংস্থানের সংখ্যা হ্রাস পেয়েছে। আর তারা মজুরি ভর্তুকি কর্মসূচির আওতায় নেই। এজন্য ফ্রিল্যান্সার ও খণ্ডকালীন কর্মজীবীরা তাদের সহায়তার আহ্বান জানিয়েছেন।
গত বছর থেকে চলা মহামারীতে প্রণোদনা কার্যক্রমে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিতে হয়েছে। এ ঋণের পরিমাণ ২৭ হাজার ১০০ কোটি পাউন্ড। এটি ২০১৯-২০ অর্থবছরে ২২ হাজার ২০০ পাউন্ড থেকে বেশি। এটি দেশটির জাতীয় ঋণকে ২ দশমিক ১৩ ট্রিলিয়ন পাউন্ডে ঠেলে দিয়েছে।