২০০ কোটি পাউন্ড লোকসান হিথ্রো বিমানবন্দরের

মহামারীর বছর ২০২০ সালে ২০০ কোটি পাউন্ড নিট লোকসান গুনেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। এক্ষেত্রে বিমানবন্দরের ওপর কভিড-১৯-এর বিধ্বংসী প্রভাবকেই দায়ী করা হয়েছে। সম্প্রতি বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গত বছর ২০১৯ সালের তুলনায় ৭৩ শতাংশ যাত্রী কমে যাওয়ায় কর পরিশোধের পর ২৮০ কোটি ডলার বা ২৩০ কোটি ইউরো নিট লোকসানের রেকর্ড করা হয়েছে। ২০১৯ সালে বিশ্বের অন্যতম ব্যস্ত এ বিমানবন্দরটির নিট মুনাফা রেকর্ড করা হয়েছিল ৫৪ কোটি ৬০ লাখ পাউন্ড।
হিথ্রোর প্রধান নির্বাহী জন হল্যান্ড-কায়ে বলেন, ২০২০ সালে যাত্রী সংখ্যার সংকোচনের হার সর্বশেষ ১৯৭০-এর দশকে দেখা গিয়েছিল। বর্তমানে দেশে লাখ লাখ মানুষকে টিকা দেয়া হচ্ছে এবং লকডাউন থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। এজন্য আমরা ২০২১ সালের জন্য আশাবাদী হতে পারি। হিথ্রো বিমানবন্দর ব্যবহার করে গত বছর ২ কোটি ২০ লাখ মানুষ ভ্রমণ করেছিল। যেখানে ২০১৯ সালে বিমানবন্দরটি দিয়ে ৮ কোটি ১০ লাখ মানুষ যাতায়াত করেছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button