টিকা না নিলে হজের অনুমতি মিলবে না
করোনাভাইরাসের টিকা যারা নিয়েছেন, এবছর কেবল তাদেরই হজে যাওয়ার অনুমতি দেবে সৌদি আরব সরকার। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ গত এ খবর জানিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্বাক্ষরিত এক আদেশকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর যারা হজ করতে আগ্রহী, তাদের আগেই কোভিড-১৯ এর টিকা নেওয়া থাকতে হবে। এটা হবে এবার হজে যাওয়ার অনুমতির ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গতবছর মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। মহামারীর কারণে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও গতবছর সীমিত আকারে পালিত হয়।
অন্যবছর যেখানে ২০ লাখের বেশি মানুষ হজ করতে মক্কায় সমবেত হয়, সেখানে গত বছর সব মিলিয়ে হজ করতে পেরেছেন হাজার খানেক মানুষ। সৌদি আরবের বাইরে থেকে গিয়ে কেউ হজ করার অনুমতি পাননি। প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যে ফের ওমরাহ শুরু হয়।