এনএইচএস’কে অতিরিক্ত ৬.৬ বিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষনা
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ঘোষনা করেছেন যে, করোনাভাইরাস মহামারির ব্যয় মেটাতে অতিরিক্ত ৬.৬ বিলিয়ন পাউন্ড প্রদান করা হবে। অতিরিক্ত অর্থায়ন ছাড়াই হাসপাতালগুলো সেবা কর্তনের মুখোমুখি, এই মর্মে সতর্কবানীর প্রেক্ষাপটে এ ঘোষনা দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী এমপিদের হালনাগাদ তথ্য প্রদান করতে গিয়ে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ ও শনাক্তকরণের ব্যয় মেটাতে অর্থ বছরের প্রথমার্ধে বয়স্কদের জন্য সামাজিক সেবার ৩৪১ মিলিয়ন পাউন্ড বাতিল করা হবে। মি: হ্যানকক কমন্সে আরো বলেন, এনএইচএস-এর জন্য বরাদ্দকৃত এই অর্থ ঋষি সুনাকের প্রতিশ্রুত ৩ বিলিয়ন পাউন্ডের অতিরিক্ত, যার প্রতিশ্রুতি তিনি ব্যয় পুনর্বিবেচনায় দিয়েছিলেন।
মন্ত্রী আরো বলেন, মহামারির দরুন জানুয়ারীতে ইলেক্টিভ ট্রিটমেন্টের জন্য অপেক্ষমাণ তালিকায় রোগীর সংখ্যা ছিলো ৪৬ লাখ এবং ৩ লাখ ৪ হাজার লোক ডায়োগনস্টিকের অর্থাৎ রোগ নির্ণয়ের অপারেশনের জন্য ১ বছরেরও বেশী সময় ধরে অপেক্ষা করছেন।
অর্থ বছরের মাত্র একপক্ষকাল থাকতেই এনএইচএস কনফেডারেশন-এর প্রধান নির্বাহী ড্যানি মোর্টিমার এই মর্মে সতর্কবানী উচ্চারণ করেছেন যে, অর্থ প্রদানে সম্মত হতে ব্যর্থ হলে পুনরুদ্ধার পর্বের শুরুতে একটি শোচনীয় অবস্থায় ফেলবে, যখন এনএইচএস মহামারি থেকে উত্তরণের পরিকল্পনা গ্রহণ করেছে।
ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি বিসার্চ (আইপিপিআর)-এর একটি প্রতিবেদন এনএইচএস এবং কেয়ার সিস্টেমের ১২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের আহ্বান জানিয়েছে যাতে তারা মহামারিসৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা চালাতে পারে।
ছায়া স্বাস্থ্যমন্ত্রী ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকককে লেখা এক চিঠিতে সম্মুখ সারির সংস্থা এনএইচএস-কে ২০২১-২২ সালের বাজেটে অবিলম্বে নিশ্চয়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। তিনি এই বলে সতর্ক করে দেন যে, এক্ষেত্রে বিলম্ব তাৎপর্যপূর্ণ অনিশ্চয়তার কারণ সৃষ্টি করতে পারে।
উল্লেখিত গবেষণা সংস্থার প্রধান গবেষক বলেন, এক দশকের কৃচছ্রতা আমাদের এনএইচএস’কে তার ক্ষমতা ব্যবহারের শেষ সীমায় পৌঁছে দিয়েছে, তৎপরতার শীর্ষে পৌঁছে দেয়ার পরিবর্তে। এখন বড়ো ধরনের প্রকৃত ঝুঁকি রয়েছে যে, বর্তমান মহামারির ক্ষয়ক্ষতি এনএইচএসকে আন্তর্জাতিক র্যাংকিংয়ে আরো নীচে নামিয়ে দিতে পারে।