ফারলো স্কীমের মিলিয়ন মিলিয়ন পাউন্ড বিদেশি ধনাঢ্য ব্যক্তিদের পকেটে
স্বল্প করদাতা বিলিয়নার, ব্রিটিশ ন্যাশনাল পার্টি ও তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশসমূহ ব্রিটেনের করদাতাদের অর্থায়নকৃত অর্থ দাবি করেছে। সরকার প্রদত্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অর্থনৈতিক দিক দিয়ে সংগ্রামরত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা এবং গণবেকারত্ব প্রতিরোধের জন্য পরিকল্পিত একটি স্কীমের ব্যবহার নিয়ে এমপিদের মাঝে বিরক্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সরকারি অর্থ ‘উলুবনে’ ছড়ানোর অভিযোগ করেছেন তারা। যেসব কোম্পানি করোনাভাইরাস জব রিটেনশন স্কীমের অর্থ উত্তোলন করেছে, তাদের মধ্যে রয়েছে,সৌদি রাজপরিবার, কাতারীয়দের মালিকানাধীন হ্যারোডস ও দ্য রিটজ, দুবাইয়ের শাসক, স্বল্প করদাতাবৃন্দ জিম র্যাটক্লিফ ও গাই হ্যান্ডস, বিলিয়নার ইভগোনি লেবেডেড, লেন ব্লাভাতনিক ও মোহাম্মদ আল ফায়েদ, এবং ব্রিটিশ ন্যাশনাল পার্টি। সরকার গত মাসে দাবিদারদের সম্পর্কে প্রথম তথ্য…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login