স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বাংলাদেশকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম। বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গেও যুক্ত রয়েছে যুক্তরাজ্যের আন্তরিক সহায়তা ও সমর্থন।
বরিস জনসন বলেন, স্বাধীন বাংলাদেশে ফেরার আগে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু লন্ডনে যাত্রাবিরতি করেন এবং তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথ এবং বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার হ্যারল্ড উইলসনের সঙ্গে ১০ ডাউনিং স্ট্রিটে বৈঠকে অংশ নেন। যা আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্বের সূচনা ছিল। গত ৫০ বছরে এ বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫০ বছর পর বাংলাদেশের শতবর্ষ উদযাপন করবে ব্রিটেন। এছাড়াও যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখার জন্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির অবদানের কথাও উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যে ছয় লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন। তারা যুক্তরাজ্যের উন্নয়নে ভূমিকা রাখছেন। গত ৫ দশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
I want to congratulate the people of Bangladesh on your 50th anniversary.
The bond between our two nations is incarnated by the 600,000 strong British-Bangladeshi community, who contribute so much to our country 🇬🇧🇧🇩#Bangladesh50#BritBanglaBondhon pic.twitter.com/kIw0BSFWtF
— Boris Johnson (@BorisJohnson) March 26, 2021