আরব বিশ্বের ১ম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা

আমিরাতের নেতারা এক টুইট বার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। আবুধাবিতে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা। আমিরাতের তেলনির্ভরতা কাটিয়ে জ্বালানি খাতে বৈচিত্র্যতা আনার অন্যতম একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক যাত্রাকে।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাকতুম এক টুইটে বলেছেন, আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত প্রথম মেগাওয়াট জাতীয় বিদ্যুৎ গ্রিডে প্রবেশ করেছে।
উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল আমিরাত। যে কারণে দেশটির এই বিদ্যুৎ স্থাপনার কাজ দফায় দফায় পিছিয়ে যায়। ২০১৭ সালে এই বিদ্যুৎ কেন্দ্রটি চালুর প্রত্যাশা করা হলেও আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের লাইসেন্স পায় ২০২০ সালে।
গত বছরের আগস্টে দেশটির জাতীয় পাওয়ার গ্রিডের সঙ্গে এই বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ সংযুক্ত করা হয়। চলতি বছরের মার্চে ইউনিট-২ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লাইসেন্স পায়।
কোরিয়া ইলেক্ট্রিক পাওয়ার করপোরেশনের (কেইপিসিও) বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ পরিচালনা করছে। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে দেশটির জাতীয় গ্রিডে ৫ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এটি; যা দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ২৫ শতাংশের সমান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button