ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত

Bishwaকেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক  ও সিলেট জেলা বিএনপির সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন ছাত্রনেতা দেশনেত্রী খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন সাবেক সফল সংসদ সদস্য ও বৃহত্তর সিলেটবাসীর আশা আকাংখার প্রতিক জননেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যানসহ তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবীতে যুক্তরাজ্যস্থ ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ব্র্যাডফোর্ড শাখার উদ্দেগে গত ১৫ই জুলাই স্থানিয় শাপলা কমিনিটি সেন্টারে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয় ।সংগটনের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা সমছু মিয়া (সাম) এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ন সম্পাদক ওব্র্যাডফোর্ড যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুফায়েল খান সায়েকের পরিচালনায় এবংজুনেদ চৌধুরীর কোরান তেলায়াতের মাধ্যমে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ সিরাজ মিয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলার হাছান খান, ব্র্যাডফোর্ড ইসলামী ফোরামের সভাপতি গয়াচ খান, সাবেক সভাপতি ছালিক মিয়া, বার্মিংহাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কায়সারুল ইসলাম সুমন, যুক্তরাজ্য যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক কবিরুল হক কবির, ব্র্যাডফোর্ড বিএনপির সাংগটনিক সম্পাদক আব্দুল করিম, লীডস যুবদলের আহ্বায়ক মাসুদ আহমদ, ওল্ডহাম যুবদলের সভাপতি আতিকুর রহমান লিটন, নর্থ ইস্ট যুবদলের সাধারন সম্পাদক ওয়াহিদ খান, ইস্ট ল্যাঙ্কাশায়ার যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফয়সল আহমদ মাসুম, ব্র্যাডফোর্ড যুবদলের যুগ্ন আহ্বায়ক রুহেল মিয়া, মানচেস্টার যুবদলের সাংগটনিক সম্পাদক নাজমুল হোসেন সুমন, ইলিয়াস মুক্তি পরিষদ ব্র্যাডফোর্ড শাখার যুগ্ন আহ্বায়ক শেখ মানিক মিয়া, জুনেদ চৌধুরী, কমিউনিটি নেতা আনছার হাবিব, মোহাম্মদ আলী, জমির আলী, মৌলানা সিরাজুল ইসলাম । বক্তব্য রাখেন মিরাস আলী ,গিয়াস উদ্দিন, তুফায়েল আহমদ, তফাজ্জুল আলী, মুজিবুল ইসলাম, খসরু মিয়া,আলাউদ্দিন, জুয়েল আহমদ প্রমুখ ।ইফতার পূর্ববর্তী আলোচনায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৪ মাস অতি বাহিত হলেও এখনো এম ইলিয়াস আলীকে উদ্ধার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। বক্তারা বলেন, সরকারই এম ইলিয়াস আলীকে দীর্ঘদিন ধরে বন্ধি করে রেখেছে। তারা অবিলম্বে এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানান। অন্যাতায় বিগত সিটি নির্বাচনের মত আগামী সংসদ নির্বাচনেও জনগন এর কঠোর জবাব দিবে। সভাপতির বক্তব্যে সমছু মিয়া বলেন সিলেটের উন্নয়নের কান্ডারী এম ইলিয়াস আলীকে বর্তমান ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র কবল থেকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মৌলানা সহিদ আহমদ এবং পরে ইফতার করা হয় ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button