ব্রাজিলে নৌ-দুর্ঘটনায় নিহত ১২
ব্রাজিলের উত্তরাঞ্চলে শনিবার নৌ-দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছে। একটি নদীতে মাতা মেরীর সম্মানে ঐতিহ্যবাহী এক শোভাযাত্রার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, নৌযানের অপর ৬ আরোহী এখনো নিখোঁজ রয়েছে। ৪০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন নৌযানটি ১০০ আরোহী বহন করছিল। উদ্ধারকর্মীরা শোভাযাত্রার সঙ্গে ছিল। কিন্তু বন্দরে ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মী মিগুয়েল রজারিও বলেন, নৌযানটি শোভাযাত্রায় অংশ নিয়েছিল। অ্যামাজনিয়ান রাজ্য আমাপায় প্রায় ২ ঘণ্টা ধরে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। নৌযানটি ফেরার পথে বালুতটের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে কর্মকর্তারা জানান। সান্তানা শহর ও রাজ্যের রাজধানী মাকাপার মধ্যবর্তী নদীটিতে প্রতি বছর ঐতিহ্যবাহী এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।