লালখান মাদ্রসায় বোমা নাটকের প্রতিবাদে যুক্তরাজ্য হেফাজতের সমাবেশ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালখান বাজার মাদরাসার কম্পিউটারের ইউপিএস সংযোগ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট বিস্ফোরণের ঘটনাকে বোমা নাটক সাজিয়ে মাদরাসা বন্ধ করা, হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামসহ অন্যান্য মাদরাসা ছাত্রকে গ্রেফতার প্রধানমন্ত্রীর ছেলে জয়ের ‘মাদরাসা ছাত্র কমানোর কাজ শুরু করে দিয়েছি’ পরিকল্পনারই প্রতিফলন মাত্র। অন্যায়ভাবে ক্ষমতা থাকার জন্য সরকার ষড়যন্ত্র করছে। অবিলম্বে মুফতি ইজহার, মুফতি ওয়াক্কাসসহ গ্রেফতারকৃত আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।
গত ৮ অক্টোবর লন্ডন আল হুদা অ্যাকাডেমি মিলনায়তনে যুক্তরাজ্য হেফাজতে ইসলাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর একথা বলেন।
হেফাজতে ইসলাম ইউকে অ্যান্ড আয়ারের সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউরোপ হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, ইউরোপ হেফাজতে ইসলামের আহ্বায়ক মুফতি শাহ সদরুদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ শাহ আলম, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, যুক্তরাজ্য হেফাজতের সদস্য সচিব মাওলানা সৈয়দ তামিম আহমদ, ইউরোপ হেফাজতের সদস্য সচিব মাওলানা শাহ মিজানুল হক। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য হেফাজত নেতা মাওলানা সাঈদ আলী দশঘরী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা আশফাক আহমদ, মাওলানা নুফাইছ আহমদ প্রমুখ।