সরকারের টেস্ট এন্ড ট্রেইস চুক্তি
ব্রিটিশ করদাতাদের ৩৮.৪ মিলিয়ন পাউন্ড পানিতে গেলো
নোমান আহমদ: একটি টেস্ট এন্ড ট্রেইস চুক্তি করে ব্রিটিশ করদাতাদের ৩৮.৪ মিলিয়ন পাউন্ড নষ্ট করার জন্য অভিযুক্ত করা হয়েছে ব্রিটিশ সরকারকে। দুবাই ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানীর সাথে এই চুক্তির পর তা বাদ দেয়া হয়। করোনা টেস্টিং টার্গেট মোকাবেলায় সহায়তা করতে গত গ্রীষ্মে ইকোলগ ইন্টারন্যাশনাল নামক এই কোম্পানীটি এগিয়ে আসে। কোম্পানীটি বেশ কিছু ইন্ড্রাস্ট্রিতে সাপ্লাই চেইন সার্ভিস প্রদান করে। ব্রিটিশ সরকার ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইকোলগের সাথে একটি লেটার অব ইনটেন্ট এই মর্মে স্বাক্ষর করে যে,কোম্পানীটি কোভিড-১৯ এর ডায়গনাস্টিক টেস্টিং প্রদান করতে ল্যাবরেটরি ইউনিট দেবে টেস্টিংয়ের টার্গেট পূরণ করতে। কিন্তু ২৩ এপ্রিল প্রকাশিত একটি চুক্তি প্রদান নোটিশ অনুযায়ী সিদ্ধান্তটি বাতিল করা…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login