শক্তিশালী হচ্ছে সৌদি আরবের তেলবহির্ভূত অর্থনীতি
মহামারীজনিত অর্থনৈতিক মন্দার পর সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত অর্থনীতিতে বেশ প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। অর্থনীতির এ খাতটিই দেশটির ভিশন ২০৩০-এর বৈচিত্র্যকরণ কৌশলের মূল কেন্দ্রবিন্দু। দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিকস (জিএএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, জ্বালানি তেলবহির্ভূত অর্থনীতি শক্তিশালীভাবে চলতি বছর শুরু করেছে। বছর ভিত্তিতে এ খাতে ৩ দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে। গত বছর মার্চ থেকে বিশ্ব অর্থনীতিতে মহামারীর আঘাতের পর এটাই প্রথম ইতিবাচক ফল। অবশ্য খাতটি শক্তিশালী হলেও সৌদি আরবের জিডিপিতে তেমন উন্নতি দেখা যায়নি। জিএএস বলছে, এমনটা হওয়ার কারণ হলো তেলভিত্তিক অর্থনীতির কার্যক্রম ১২ শতাংশ কমেছে। ওপেক প্লাসের কথা অনুযায়ী, ২০২০ সালের মে মাস থেকে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন কমানোয় এ ফল দেখা গেছে।