বিদেশি ঋণ থেকে বেরিয়ে আসার পথে আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এন্ডা কেনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক ঋণের বোঝা মাথা থেকে ঝেড়ে ফেলার পথে রয়েছে আয়ারল্যান্ড। লিমেরিকে অনুষ্ঠিত ফাইন গায়েল পার্টি’র সম্মেলনে তিনি বলেন, সামনে ‘ভঙ্গুর দিন’ থাকলেও অর্থনৈতিক মন্দার দিন শেষ হয়ে যাবে।তারল্য সঙ্কটের কারণে ২০১০ সালে দেশটির বড়ো বড়ো ব্যাংকগুলো বন্ধ হয়ে গেলে সাহায্যের আশায় হাত পাততে বাধ্য হয় দেশটি। বাধ্য হয় ৮৫ বিলিয়ন ইউরো বা ৭৩ বিলিয়ন পাউন্ড আন্তর্জাতিক ঋণ নিতে।‘আজ রাতে আমি নিশ্চিত করে বলছি যে, ডিসেম্বরের ১৫ তারিখে ইইউ/আইএমএফ-এর ঋণ থেকে বেরিয়ে আসার পথে রয়েছে আয়ারল্যান্ড। এবং আমরা আর ওই পথে পা বাড়াবো না।’ সম্মেলনে বলেন মি. কেনি। ‘একথা বোঝাবো না যে, আমাদের অর্থনৈতিক সমস্যা দূর হয়ে গেছে। হ্যাঁ, সামনে এখনো দুর্দিন রয়েছে আমাদের। অনেক পথ পাড়ি দিতে হবে এখনো। কিন্তু পথের শেষে, ঋণের যুগ থাকবে না আর। শেষ হয়ে যাবে অর্থনৈতিক মন্দার দিন।’এ বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করে দিয়ে জানান, আরো ২.৫ বিলিয়ন ইউরো করারোপ এবং ব্যয় সংকোচন ছাড়া মঙ্গলবারের জাতীয় বাজেট ঘোষণা ‘কঠিন’ হবে। তবে এতে করে পরবর্তী বছরে ৫.১% বাড়তি কর আদায়ের লক্ষ্যমাত্রার ৪.৮% অর্জিত হবে বলেও জানান তিনি।