বন্ধ হয়ে গেল আড়াইশ বছরের পুরনো ডেবেনহামস
যাত্রার ২৪২ বছর পর শনিবার নিজেদের বিক্রয়কেন্দ্রগুলো একেবারে বন্ধ করে দিল ব্রিটেনের বিখ্যাত স্টোর ডেবেনহামস। নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়া উপলক্ষে বিভিন্ন পণ্যে বিপুল পরিমাণে ছাড় দেয় ২০০ বছরের পুরনো এ ডিপার্টমেন্টাল স্টোর। এর আগে জানুয়ারিতে বিখ্যাত এ স্টোর ৫ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে অধিগ্রহণ করে ফ্যাশন রিটেইলার বুহ্যো। এর পর থেকেই নিজেদের বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ করার ঘোষণা দেয় ডেবেনহামস। তবে বিক্রয়কেন্দ্র বন্ধ হলেও অনলাইনে ডেবেনহামসের পণ্য ক্রয় করা যাবে বলে জানায় বুহ্যো।
১৭৭৮ সালে উইলিয়াম ক্লার্ক লন্ডনের পশ্চিম প্রান্তে ডেবেনহামসের যাত্রা করেন। তখন তারা কাপড়, বনেট ও প্যারাসোলস বিক্রির মাধ্যমে তাদের যাত্রা করেছিলেন। ১৯৫০-এর দিকে এটি ১১০টি জায়গায় তাদের বিক্রয়কেন্দ্র চালু করার মাধ্যমে যুক্তরাজ্যের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর হিসেবে গড়ে ওঠে।
তবে কয়েক বছর ধরে অনলাইনে কেনাকাটার হার বৃদ্ধি পাওয়ায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে। কিন্তু ব্র্যান্ডটির অধিগ্রহণকারী ফ্যাশন ফার্ম বুহ্যো ডেবেনহামসের অনলাইন স্টোর চালুর মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখবে বলে ঘোষণা দেয়।