মাদ্রাসায় বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু
চট্টগ্রামে জমিয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের কক্ষে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ নুরুন্নবী (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে এই বিস্ফোরণের ঘটনায় তিনজন মারা গেছেন। রবিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুন্নবী মারা যান।
মৃত নুরুন্নবী চট্টগ্রাম মহানগরীর বন্দর কলোনি এলকার ৯ নম্বর রোডের বাসিন্দা নুরুল হকের ছেলে। তিনি ডিপ্লোমা প্রকৌশলী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হালিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহিদুল্লাহ জানান, বিস্ফোরণে আহত নুরুন্নবীকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই ঢাকায় পাঠানো হয়েছিল।
এর আগে আহত দুই মাদ্রাসা ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন- মো. হাবিব (২৫) এবং জোবায়ের হোসেন (২৩)।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সোমবার দুপুরে মাদ্রাসার চারতলা ছাত্রাবাসের তৃতীয় তলার একটি কক্ষে বিকট শব্দে এ বিস্ফোরণ হয়। আইপিএস বা ইউপিএসের বিস্ফোরণ হয়েছে বলে দাবি করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।
তবে বিস্ফোরণের পর লালখান বাজার এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটেছে দাবি করে মিছিল বের করে এবং হেফাজত বিরোধী স্লোগান দিতে থাকে।
পরে বিস্ফোরণ স্থল এবং মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে বিস্ফোরক দ্রব্যের আলামত পাওয়া গেছে বলে দাবি করেন পুলিশ কর্মকার্তারা। এ ঘটনায় পুলিশ আহত দুই ছাত্রসহ চারজনকে গ্রেপ্তার করে।