লন্ডন ইক্বরা ইন্সিটিটিউটের পর্যালোচনা সভা
ট্রাষ্টি ও অভিবাবকদের নিয়ে এক পর্যালোচনা সভা করেছে পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন ইক্বরা ইন্সিটিটিউট। রোববার প্রতিষ্ঠানটির সেমিনার হলে আয়োজিত এ সভায় ইন্সিটিটিউটের শিক্ষার মান ও বিগত দিনের সকল কার্যক্রম নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। পাশাপাশি বেশ কিছু কোর্সে অতীতের সফলতা ধরে রাখতে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আলীমি কোর্সে আসাধারন সাফল্যের অভিবাকদের সামনে তোলে ধরা হয়। এ সময় ট্রাষ্টি ও অভিবাবকরা তাদের সন্তানদের পড়ালেখার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় ইসলামী শিক্ষাার গুরুত্ব ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির এ্যডভাইজার আšর্তজাতিক খ্যাতিস¤ন্ন মোফাস্সির সাই্যায়েদ কামাল উদ্দিন জাফরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মোনিম জাহেদী ক্যারল, শিক্ষক এফ কে এম শাহজাহা, ব্যারিস্টার নজরুল ইসলাম, মোস্তাকিম আলী প্রমানিক, আশরাফ মাহমুদ উজ্জল,মিয়া মোহাম্মদ তরুন, ওহিদুর রহমান সেলিম, মাওলানা দেলোয়ার হোসাইন ও শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় পার্ট টাইম ইউকেন্ড কোর্সে সফলতা আসায় শ্রীগ্রই ফুলটাইম কোর্স চালু করার ব্যাপারে ঐক্যমত পোষন করা হয়। এছাড়াও বেশ কিছু নতুন কোর্স যুক্ত হচেছ প্রতিষ্ঠানটির শিক্ষা সিলেবাসে বলে জানান কতৃপর্ক্ষ।