ট্রাভেল ব্যবসায় গত সপ্তাহে যুক্তরাজ্যের ক্ষতি ৫.৪ বিলিয়ন পাউন্ড
করোনা মহামারির দরুন ট্রাভেল ব্যবসায় মন্দার কারণে গত সপ্তাহে যুক্তরাজ্যের ক্ষতি হয়েছে ৫.৪ বিলিয়ন পাউন্ড। খাতটির এক নতুন পরিসংখ্যানে এ তথ্য প্রকাশিত হয়েছে। বিজনেস ট্রাভেল এসোসিয়েশন (বিটিএ) বলেছে, ১০ টি অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটে ২০১৯ সালের মে মাসের একই সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ৯০ শতাংশ অর্থাৎ ১৩১৪৪৯ টি ট্রিপ বা ফ্লাইট কম হয়েছে। ধারনা করা হচ্ছে, আন্তর্জাতিক ট্রাভেল ব্যবসায় এই সাপ্তাহিক ক্ষতি যুক্তরাজ্যের জিডিপিতে ৪.৪ বিলিয়ন হ্রাস করবে। ফ্রান্সের ক্ষেত্রে এটা হবে ৭৭৮ বিলিয়ন পাউন্ড। এছাড়া অভ্যন্তরীন ভ্রমনের ক্ষেত্রে আরো ১ বিলিয়ন পাউন্ড ক্ষতি হবে। বিটিএ ট্রাভেল ব্যবসায় যুক্তরাজ্যের জিডিপিতে বার্ষিক ২২০ বিলিয়ন পাউন্ড অবদান রেখে থাকে।
ট্রাভেল ডাটা সরবরাহকারী ‘ট্রাভেলোজিক্স’ এর উপাত্ত অনুসারে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রাভেল ব্যবসায় আয় ৫৯৮ মিলিয়ন পাউন্ড হ্রাস পেয়েছে। জার্মানীর হ্রাসের পরিমান ৭২০ মিলিয়ন পাউন্ড। যুক্তরাজ্যের গ্রীন লিস্টে থাকা সত্বেও সিংগাপুরে ট্রাভেল ব্যবসায় ৯১ শতাংশ পতন ঘটেছে ২০১৯ সালের একই সপ্তাহের তুলনায়।