তিন হাজার আফগানকে স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য
আফগানিস্তান থেকে তিন হাজারের বেশি আফগানকে ব্রিটেনে সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্যে। এরা সবাই ব্রিটিশ আর্মি ও দেশটির সরকারকে সহযোগিতা করেছে বা সহযোগিতাকারী পরিবারের সদস্য। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনা প্রত্যাহারের ঘোষণার পর, নিরাপত্তা ইস্যুটি মাথায় রেখে এমন স্বীদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।
একই সঙ্গে যুক্তরাজ্যে এদের বসতি স্থাপনের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার। স্থায়ীভাবে তারা ব্রিটেনে বসবাস করতে পারবেন। এরই মধ্যে ১হাজার ৩শ জন এরই মধ্যে ব্রিটেনে প্রবেশ করেছেন। সিবিসি জানায়, আফগানিস্তানে ব্রিটিশ আর্মি এবং দেশটির সরকারের বিভিন্ন সংস্থায় দোভাষী হিসেবে কাজ করতেন বহু আফগান। বিদেশি সেনাদের অনুপস্থিতিতে স্থানীয় তালেবানদের প্রতিশোধমূলক হামলার শিকার হতে পারেন এসব ব্যক্তি। এমন শঙ্কা থেকেই তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।