যুক্তরাজ্যে করোনায় প্রথম মৃত্যুবিহীন দিন
করোনাভাইরাস মহামারি ঘোষণার পর থেকে প্রথমবারেরে মতো একটি মৃত্যুবিহীন দিন পার করল যুক্তরাজ্য। মঙ্গলবার ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় কোনো ব্যক্তি মারা যাননি। ২০২০ সালের মার্চ মাসের পর মঙ্গলবার যুক্তরাজ্যে ছিল প্রথম মৃত্যুবিহীন দিন। তবে দেশটিতে এখনো তিন হাজারের বেশি মানুষ দৈনিক আক্রান্ত হচ্ছেন।
সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৬৫ জন রোগী শনাক্ত হয়েছে; যা সোমবারের ৩ হাজার ৩৮৩ জনের তুলনায় কম এবং গত মঙ্গলবারের ২ হাজার ৪৯৩ জনের তুলনায় বেশি। নতুন করে করোনায় কারো মৃত্যু না হলেও করোনা নিয়ে ভয় কাটেনি যুক্তরাজ্যে। কেননা দেশটির বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অনেকে তৃতীয় ঢেউ শুরুর কথাও বলছেন।