ব্রিটিশ সরকারের স্বীকৃতি পেলেন বাংলাদেশি চিকিৎসক তাসনিম
ইংল্যান্ডে জাতীয় স্বাস্থ্যসেবা খাতে (এনএইচএস) কর্মরত বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারাকে ‘ভ্যাক্সিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ সরকার। বুধবার (২ জুন) জি-৭ গ্লোবাল ভ্যাক্সিন কনফিডেন্স সামিটে এই স্বীকৃতি দেওয়া হয়। জি-৭ প্রেসিডেন্সিতে ব্রিটিশ সরকার প্রথমবারের মতো এ ধরনের ইভেন্ট আহ্বান করে। এতে টিকার বিষয়ে আস্থা গড়ে তোলা এবং তা রক্ষায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিশ্বজুড়ে যেসব বিশেষজ্ঞ কাজ করছেন তাদেরকে একত্রিত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস ও হোয়াইট হাউজের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি অনুষ্ঠানে বক্তৃতা দেন।
তাসনিম জারা এক প্রতিক্রিয়ায় বলেন, যদিও আমাকে ব্রিটেনের পক্ষ থেকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা হয়েছে, তবু আমি বাংলাদেশ ও ভারতের মানুষদের বেশি সেবা দিয়েছি। একমাত্র বাংলাদেশি হিসেবে আমাকে ভ্যাক্সিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে এই প্লাটফর্মে বিশ্বের অন্য অংশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।
ওই সামিটে ব্রিটিশ সরকার এবং পিপলস পিকচারের অংশগ্রহণে সৃষ্ট একটি ফটো মোজাইক ‘দ্য লুমিনারিস’ শিরোনামে অবমুক্ত করা হয়। ভিডিও এবং ছবি ব্যবহার করে সেখানে ‘ভ্যাক্সিন লুমিনারিস’কে ফুটিয়ে তোলা হয়েছে। ‘ভ্যাক্সিন লুমিনারিস’ হলেন সেসব ব্যক্তি যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টিকার পক্ষে আস্থা তৈরিতে কাজ করেছেন।
উল্লেখ্য জি৭ বা ‘গ্রুপ অব সেভেন’ হচ্ছে শিল্পোন্নত দেশগুলোর জোট। জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত এই সংঘ।
ভ্যাকসিন লুমিনারিদেরকে জি৭ ওয়েবসাইটের এই ইন্টারেক্টিভ ফটো মোজাইকে দেখতে পাবেন: https://vaccineconfidence.g7uk.org/theluminaries/
সামিট নিয়ে যুক্তরাজ্য সরকারের প্রেস রিলিজ: https://www.gov.uk/government/news/world-leading-experts-commit-to-building-vaccine-confidence-at-uk-hosted-global-vaccine-confidence-summit?fbclid=IwAR1DDpE3gl13ueoSmIFoij024S1fXPr4L01rA9gSmJy-0kmJRncSyD7hyXI