সিরিয়ায় রেডক্রসের ৬ কর্মকর্তা অপহৃত
সিরিয়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রসের ৬ কর্মীকে অপহরণ করেছে দুবৃর্ত্তরা। রবিবার সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে এ অপহরণের ঘটনা ঘটে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ইদলিবে অপহরণের পূর্ব মুহূর্তে সারমিন-সারাকেভ রাস্তায় অপহরণকারীরা রেডক্রস কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।
রেডক্রস মুখপাত্র ইয়ান ওয়াটসন জানান, অপহরণকারীরা রেডক্রসের ৬ কর্মকর্তা ও সিরিয়ান রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবককে অপহরণ করেছে সে বিষয়ে আমি নিশ্চিত।
তিনি বলেন, আমরা অপহৃতদের নিঃশর্ত ও দ্রুত মুক্তি দাবি করছি। কারণ তারা কেবল মানবতার সেবা দানের জন্যই কাজ করে। আর আমরা এটি শত্রু-মিত্র সবার জন্যই করে থাকি।