২১ জুন করোনার বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে না ইংল্যান্ডে
ডেল্টা প্রজাতির করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডে ২১ জুন থেকে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তাই লকডাউন প্রত্যাহার ৪ সপ্তাহ বিলম্বিত হতে পারে। সরকারী সূত্রে প্রকাশ, প্রধানমন্ত্রী বরিস জনসন সিনিয়র মন্ত্রীদের সাথে আলোচনা করে আগামীকাল সোমবার জনগনের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
করোনা সংক্রান্ত নতুন উপাত্তে দেখা গেছে কভিড আর- এর প্রজনন হার গত সপ্তাহের ১.২ থেকে বেড়ে ১.৪- এ উন্নীত হয়েছে। পাবলিক হেলথ্ ইংল্যান্ড এই বলে সতর্ক করে দিয়েছে যে, উপাত্ত অনুসারে ইংল্যান্ডের ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতি সাড়ে ৪ দিনে দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। ইতোপূর্বে ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ডাঃ চান্দ নাগপল বলেন যে, করোনার ঘটনা এখন বৃদ্ধি পাচ্ছে এবং বিধিনিষেধ শিথিল করা হলে যুক্তরাজ্যের পর্যাপ্ত সংখ্যক লোককে পূর্ণাঙ্গ রূপে টিকা দেওয়া সম্ভব হবে না।
জনৈক ব্রিটিশ বিশেষজ্ঞ মন্ত্রীদেরকে ২১ জুন লকডাউনের অবশিষ্ট বিধি নিষেধ প্রত্যাহারে বিলম্ব হবে কি-না, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছেন। এসোসিয়েশন অব ডিরেক্টরস্ অব পাবলিক হেলথ্- এর ভাইস প্রেসিডেন্ট জিম ম্যাকম্যানাস বলেন, কভিড মহামারি ২১ জুন বিদূরিত হচ্ছে না। বিধি নিষেধ প্রত্যাহার স্বাভাবিক অবস্থায় ফেরার পথে ব্যঘাত ঘটাতে পারে। এতে করোনা সংক্রমন ও হাসপাতালে করোনা রোগীর ভর্তির সংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাজ্যে নতুন ভ্যারিয়েন্ট বা প্রজাতির প্রবেশ ঘটতে পারে। তিনি আরো বলেন, আমরা চাই, বর্তমান পদক্ষেপ অর্থাৎ বিধি নিষেধের মেয়াদ বর্ধিত করা হোক, যা ১৭ মে থেকে আরোপ করা হয়েছে এবং পূর্ণরূপে খুলে দেয়া বিলম্বিত হোক।
অনেকের পরামর্শ হচ্ছে, বিধি নিষেধের একটি দীর্ঘ বর্ধিত মেয়াদ দিয়ে ব্যবসা বানিজ্য পূর্ণাঙ্গ খুলে দেয়ার পদক্ষেপ নেয়া হোক। অন্যান্যদের ধারনা, ২১ জুন বিধি নিষেধ শিথিলের মেয়াদের পর ২ সপ্তাহের জন্য এটা বর্ধিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এমন সম্ভাবনাও অনেকে নাকচ করে দিয়েছেন। সর্বোপরি, আগামী সোমবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।