করোনা ভ্যাকসিন আবিষ্কার
স্পেনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পেলেন মুসলিম দম্পতি
তুর্কী বংশোদ্ভূত এক জার্মান দম্পতি কভিড-১৯ এর টিকা আবিষ্কারের জন্য ‘প্রিন্সেস অব অ্যাস্টুরিয়া অ্যাওয়ার্ড ফর টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ’ পুরস্কার লাভ করেছেন। বিশ্বের স্পেনিশ ভাষী দেশসমূহে এটা সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত।
এই চিকিৎসা বিজ্ঞানী দম্পতি হচ্ছেন উগুর শাহিন ও ওজলেম তুরেসি। তারা জার্মান কোম্পানী ‘বায়োএনটেক’- এর সহ-প্রতিষ্ঠাতা। দ্য প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস ফাউন্ডেশন তাদের দ্বারা কভিড-১৯ ভ্যাকসিনের দ্রুত আবিষ্কারকে অভিনন্দন জানিয়ে বলেছে, এটা বিশ্বের সক্ষমতার ব্যতিক্রমধর্মী প্রদর্শন। বিজ্ঞানী ওজলেম তুরেসি বলেন, আমি এই পুরস্কারের লক্ষ্য ও উদ্দেশ্যের একজন যোগ্য দূত হিসেবে নিজেকে বিবেচনা করে গভীরভাবে বিনীত, যে লক্ষ্য বিজ্ঞানের মহত্তম লক্ষ্য হিসেবে জীবনেরই উন্নয়ন।
শাহিন ও তুরেসি দম্পতি কর্তৃক কভিড টিকা উদ্ভাবনের ঘোষণায় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। মার্কিন ওষুধ কোম্পানী ফাইজারের সাথে একত্রে ভ্যাকসিনের উন্নয়ন সাধনের কথা প্রকাশ করে তারা বলেন, এই ভ্যাকসিন বা টিকা কভিড-১৯ প্রতিরোধে শতকরা ৯০ ভাগ কার্যকর। অনেকের পূর্বাভাসকৃত সময়ের অনেক আগেই প্রথম তাদের টিকা রিলিজ বা অবমুক্ত হয়।
শাহিন হচ্ছেন তুরস্ক থেকে আগত এবং তার স্বামী তুরেসি তুর্কী পিতামাতার সন্তান। তার জন্ম জার্মানীতে। তারা এখন জার্মানীতে তুর্কি অভিবাসনের রোল মডেল হয়ে ওঠেছেন। হয়ে ওঠেছেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম। ‘প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর টেকনিক্যাল এন্ড সায়েন্টিফিক রিসার্চ’ নামক পুরস্কারটি স্পেনীশ জগতের নোবেল প্রাইজ হিসেবে বিবেচিত হয়ে থাকে।