ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও ভয়ঙ্কর ল্যামডা স্ট্রেইন, ছড়িয়েছে ৩০ দেশে

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভারতে শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অধিক ভয়ঙ্কর ল্যামডা স্ট্রেইন। গত চার সপ্তাহে কমপক্ষে ৩০টি দেশে এই স্ট্রেইন শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে বলেছে, ল্যামডা স্ট্রেইনের উৎপত্তি হয়েছে পেরুতে। বিশ্বের মধ্যে এই দেশটিতে মৃত্যৃর হার সর্বোচ্চ। এরই মধ্যে এই ভ্যারিয়েন্ট বা স্ট্রেইন শনাক্ত হয়েছে বৃটেনেও। সেখানে এতে কমপক্ষে ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। টুইটে আরো বলা হয়েছে যে, গবেষকরা এই স্ট্রেইনকে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক বলে উদ্বেগ প্রকাশ করেছেন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, ল্যামডা ভ্যারিয়েন্ট বিজ্ঞানীরা সি.৩৭ নামে শনাক্ত করেছেন।
এটা প্রথম শনাক্ত হয় লাতিন আমেরিকার দেশ পেরুতে। এর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বরের শুরুর দিকে। তারপর থেকে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই ভ্যারিয়েন্টের আধিক্য বেশি। সেখানে করোনায় নতুন আক্রান্তদের মধ্যে শতকরা ৮০ ভাগেরও বেশি এই ভ্যারিয়েন্টের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ১৪ই জুন ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট বা ভিওআই হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button