হজের জন্য নিবন্ধিত হলেন ৬০ হাজার হজযাত্রী
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই বছর হজের জন্য নির্ধারিত ৬০ হাজার হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে বাস করা ১৫০ দেশের ৬০ হাজার হজযাত্রীর ইলেকট্রনিক নিবন্ধন করা হয়েছে। এর আগে পাঁচ লাখ ৫৪ হাজার ২৬০ জন এই নিবন্ধনের জন্য আবেদন করেন। ৩ জিলক্বদ তথা ১৩ জুন এই নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। ১৪ জিলক্বদ মোতাবেক ২৪ জুন আবেদন বন্ধ করে জমা পড়া আবেদন যাচাই-বাছাই শুরু হয়।
এবারের হজযাত্রীদের নির্বাচিত করা হয়েছে বিভিন্ন শর্ত সাপেক্ষে। সৌদি হজ মন্ত্রণালয়ের সূত্রানুসারে, করোনাভাইরাস টিকা দেয়া সাপেক্ষে ১৫ থেকে ৬৫ বছর বয়সী দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা গত পাঁচ বছর হজ করেননি, তাদের মধ্যে ৬০ হাজার ব্যক্তিকেই হজের অনুমতি দেয়া হচ্ছে।
জিলহজ মাসের ৭ ও ৮ তারিখে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় চারটি অভ্যর্থনা কেন্দ্র প্রস্তুত করেছে হজযাত্রীদের গ্রহণ করার জন্য। এখান থেকে তাদের বাসে করে মক্কার পবিত্র মসজিদে নিয়ে যাওয়া হবে।