নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপের সেরা নির্বাচিত টার্কিশ এয়ারলাইন্স
ফ্লাইট নিরাপত্তার দিক দিয়ে টার্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই) ইউরোপের সবচেয়ে সেরা নির্বাচিত হয়েছে। গত বছর সেইফটি অ্যাসেসমেন্ট অব ফরেইন এয়ারক্রাফট প্রোগ্রাম (সাফা) কর্তৃক ৩১টি দেশের এয়ারপোর্টসমূহের ওপর পরিচালিত ৬৪টি বিষয়ে পর্যবেক্ষণে টার্কিশ এয়ারলাইন্সের এই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। টিএইচওয়াই-এর জেনারেল ম্যানেজার বিলাল একসি গত শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেন, সমস্যা না পাওয়ার ক্ষেত্রে ০.১৭৫ রেইট নিয়ে টার্কিশ এয়ারলাইন্স ইউরোপের মধ্যে শ্রেষ্ঠ এয়ারলাইন্স বিবেচিত হয়েছে। আমরা ফ্লাইটের ক্ষেত্রে নিরাপত্তা ও আরামের বিষয়কে বিশেষ গুরুত্ব প্রদান করি।
সাফা’র পরিদর্শন হচ্ছে বিদেশী এয়ারক্রাফটসমূহের মূল্যায়ন। এই পরিদর্শনের মধ্যে বিদেশি এয়ারলাইন্স কর্তৃক বিদায়ের আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের মধ্যে ফ্লাইট পরিচালনার বিষয়টি অন্তর্ভুক্ত। সাফা‘র পরিদর্শন রক্ষণাবেক্ষণ ও আকাশে উৎকৃষ্টতা থেকে ভিন্ন। সাফা‘র পরিদর্শন পর্যবেক্ষণকালে দেখা হয়, এয়ারক্রাফটটি ফ্লাইট নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক চাহিদা পূরণ করেছে কি-না।
পরিদর্শন বা যাচাইকালে এয়ারক্রাফট অর্থাৎ বিমানটি বাস্তব দিক দিয়ে কেমন অবস্থানে আছে এবং ককপিটের আবশ্যকীয় মানা হচ্ছে কি-না দেখা হয়। কেবিনও পরীক্ষা করা হয়। দেখা হয় ফ্লাইটের সময় যাত্রীর নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট নিয়ম নীতির প্রতিফলন হচ্ছে কি-না।