যুক্তরাষ্ট্রে দাবানল, ইউরোপ ও চীনে ব্যাপক বন্যা
বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়
করোনামহামারী সম্পূর্ণভাবে সামলে না উঠতেই একের পর এক প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে বিশ্ব। এর মধ্যেই চলতি মাসে যুক্তরাষ্ট্রের পশ্চিমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির দক্ষিণ ওরেগনের ‘বুটলেগ ফায়ার’ এখন প্রায় ৩ লাখ ৯৫ হাজার হেক্টরের বেশি জায়গা জুড়ে দাউ দাউ করে জ্বলছে, যা লস অ্যাঞ্জেলেস শহরের চেয়ে বড়। ৪৭ ডিগ্রি সেন্টিগ্রেড বা ১ শ’ ১৬ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানো দাবনলটি এতোটাই শক্তিশালী যে যখন তখন বজ্রপাত এবং আরও অগ্নিকান্ডের সূত্রপাত করতে পারে। প্রায় ২ গাজার ২ শ’ ৫০ দমকলকর্মী দির-রাত এক করেও দাবানলটিকে বাগে আনতে পারছেন না। আমেরিকার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার বলেছে যে, এই মুহুর্তে দেশটির ১৩ টি রাজ্যে ৭৮ টি বড় দাবানল বয়ে যাচ্ছে।
এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে ইউরোপ ও চীনে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডসে বন্যায় কমপক্ষে ১ শ’ ৯৯ জন মারা গেছেন এবং আরও শতাধিক নিখোঁজ রয়েছেন। এবং মধ্য চীনের হেনান প্রদেশ গত এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটেছে। দেশটির কয়েকডজন নদীগুলি উপচে রাস্তায়গুলি বন্যায় ডুবে গেছে এবং অনেক শহরে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।