টুইটারে মন্তব্য, ক্ষমা চেয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভাইরাসের কারণে ‘ভয়ে জড়োসড়ো’ হয়ে পড়ার প্রয়োজন নেই – এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এক সপ্তাহে করোনা থেকে ‘পুরোপুরি সেরে উঠা’র ঘোষণা দিতে গিয়ে এক টুইটে তিনি এ মন্তব্য করেছিলেন। এক সপ্তাহ আগে করোনা পজেটিভ হয়েছিলেন জাভিদ। এরপরই তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যান। এবার সুস্থ হয়ে টুইট করেই বিতর্ক উসকে দিলেন। বিরোধী দল লেবার পার্টি সদস্যরা বলছেন, যারা করোনার বিধিনিষেধ মানছেন, তাদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন জাভিদ। এ প্রেক্ষাপটে ক্ষমা চেয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা ছিল দুর্বল শব্দচয়ন এবং আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার আগে ব্রিটিশ এ মন্ত্রী করোনার দুই ডোজ টিকাই গ্রহণ করেছিলেন।
I’ve deleted a tweet which used the word “cower”. I was expressing gratitude that the vaccines help us fight back as a society, but it was a poor choice of word and I sincerely apologise.
Like many, I have lost loved ones to this awful virus and would never minimise its impact.
— Sajid Javid (@sajidjavid) July 25, 2021