ব্রিটেনের উগ্র ডানপন্থী নেতাকে ১ লাখ পাউন্ড জরিমানা
ব্রিটেনের উগ্র ডানপন্থী ইংলিশ ডিফেন্স লীগের (ই ডি এল) প্রতিষ্ঠাতা ও মুসলিম বিদ্বেষী উগ্রপন্থী নেতা স্টিফেন ইয়াক্সলি-লেনন (টমি রবিনসন) কুৎসা রটনা সংক্রান্ত একটি মামলায় হেরেগেছেন। এজন্য বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে তাকে। এক সিরীয় তরুণের আনীত কুৎসা রটনার মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। তরুণের নাম জামাল হিজাজি। ২০১৮ সালে অক্টোবর মাসে হাডারসফিল্ডের আলমন্ডবেরী কমিউনিটি স্কুলের খেলার মাঠে জামাল হিজাযীর ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে দীর্ঘস্থায়ী নিষিদ্ধ হওয়ার আগে ইয়াক্সলি-লেনন দু‘টি ভিডিও পোস্ট করে যাতে দেখানো হয়, জামাল হিজাযী নির্দোষ নয়, সে তার স্কুলের ইংলিশ মেয়েদের উপর সহিংস হামলা চালাচ্ছে। এটা প্রায় ১০ লাখ মানুষ…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login