মহামারির মন্দার পর লয়েড ব্যাংকিং গ্রুপ ২ বিলিয়ন পাউন্ড মুনাফা করেছে

লয়েড ব্যাংকিং গ্রুপ করোনা মহামারির পর রেকর্ড পরিমাণ ২ বিলিয়ন পাউন্ড মুনাফা করেছে। কোভিডের ঝুঁকিসমূহ হ্রাসের পর পূর্ণরুপে প্রাইভেট মালিকানায় প্রত্যাবর্তন ও ডিভিডেন্ড পেমেন্ট পুনরায় শুরুর বিষয়টি তাদের অন্যতম একটি বড়ো অর্জন, যা ব্যাংকটিকে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফায় ফিরতে সহায়তা করেছে।
ব্রিটেনের এই বৃহত্তম রিটেইল ব্যাংক বলেছে, গ্রুপজুড়ে করপূর্ব মুনাফা গত ৩ মাসে জুনের শেষে ২ বিলিয়ন পাউন্ডে পৌঁছে। এর ফলে ২০২০ সালের একই সময়ে রিপোর্টকৃত ৬৭৬ মিলিয়ন পাউন্ড লোকসান থেকে একটি দ্রুতগতির উন্নতি ঘটে। হ্যালিফ্যাক্স ও ব্যাংক অব স্কটল্যান্ড ব্রান্ডসমূহের মালিক লয়েডস এই কোয়ার্টার অর্থাৎ ত্রৈমাসিকে ১.২ বিলিয়ন পাউন্ড মুনাফার ঘোষণা দিতে যাচ্ছে বলে বিশ্লেষকদের প্রত্যাশা।
ব্যাংক বলেছে, একটি উন্নয়নশীল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গীর অর্থ হচ্ছে, গ্রাহকদের ঋণ প্রদানে সম্ভাব্য ত্রুটি বিচ্যুতিগুলোকে কাভার করতে তহবিল থেকে রাখা ৩৩৩ মিলিয়ন পাউন্ড রিলিজ করতে পারে।কোভিডের ফলে পিছিয়ে পড়ার দরুন চাপের মধ্যে থাকা ব্যবসা ও গৃহস্থালীগুলোর সংঘটিত সম্ভাব্য খারাপ ঋণ মোকাবেলায় ব্যাংকটি ২.৪ বিলিয়ন পাউন্ড রেখেছিলো।
লয়েডস-এর অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী উইলিয়াম চালমার্স বলেন, গ্রুপটি ব্যবসার অব্যাহত উর্ধগতিতে একটি দৃঢ় অর্থনৈতিক তৎপরতার স্বাক্ষর রেখেছে, যা যুক্তরাজ্যের জন্য একটি উন্নত ব্যাষ্টিক দৃষ্টিভঙ্গী।
ব্যাংক বলেছে, এর সামগ্রিক তৎপরতা এটাকে শেয়ার প্রতি ৬৭পি লাভ পুনঃচালুতে সক্ষম করবে, মহামারির শুরুতে ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃক পরিশোধের ওপর একটি সাময়িক নিষেধাজ্ঞা আরোপের পর। জানুয়ারীতে বিধিনিষেধসমূহ আংশিকভাবে তুলে নেয়া হয় এবং এ মাসের শুরুতে সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button