ক্যান্সারের পেছনে ইউরোপের বছরে ব্যয় ১২৬ বিলিয়ন ইউরো
ক্যান্সার রোগের পেছনে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর বছরে ব্যয় ১২৬ বিলিয়ন ইউরো (১০৭ বিলিয়ন পাউন্ড) ব্যয় হচ্ছে। ক্যান্সার রিসার্চ ইউকে নামের একটি দাতব্য সংস্থা রোগটির অর্থনৈতিক প্রভাববিষয়ক এক সমীক্ষা শেষে এই মন্তব্য করেছে। সংস্থাটি বলেছে, রোগটি ‘বিশাল বোঝা’ হিসেবে দেখা দিয়েছে। সমীক্ষা অনুযায়ী, চিকিৎসক ও ওষুধ ব্যয়সহ ক্যান্সার চিকিৎসায় ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের বছরে ১২৬ বিলিয়ন ইউরো। গবেষণায় দেখা গেছে, ওই অঞ্চলে রক্তচাপও স্ট্রোকসহ হৃদরোগের পেছনে ব্যয় হয় ১৬৯ বিলিয়ন ইউরো (১৪৪ বিলিয়ন পাউন্ড)।