পঞ্চম স্থানে মুফতী তাক্বী উসমানী

এরদোগান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় এবার প্রথম স্থানে রয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রয়েল ইসলামিক স্ট্যাট্রেজিক স্টাডিজ সেন্টারের জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে। জর্ডানকেন্দ্রিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে।

তালিকায় পর্যায়ক্রমে আরো রয়েছেন ২. সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ। ৩. ইরানের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ খামেনি। ৪. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন। ৫. পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক আল্লামা তাকি উসমানি। ৬. মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ ৭. আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৮. বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকী শিয়াদের অন্যতম প্রবক্তা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী। ৯. ইয়েমেনি সুন্নি সুফি পন্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন শায়েখ আল হাবীব উমার বিন হাফিজ। ১০. সউদীর প্রভাবশালী কারাবন্দী আলেম শায়েখ সালমান আল আওদা ১১. উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল ছানী ১২. ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ১৩. মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতী আহমাদ আল-তায়িব। ১৪. সউদী আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ ১৫. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তালিকার ২৬ নাম্বারে আছেন সউদী আরবের মুফতিয়ে আজম শায়েখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ, ২৭ নাম্বারে ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ-একাংশের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ৩১ নাম্বারে শায়েখ ইউসুফ আল কারজাভী, ৩৪ নাম্বারে তুরস্কের প্রসিদ্ধ আলেম শায়েখ মাহমুদ আফেন্দী, ৩৫ নাম্বারে পাকিস্তানের আলেম মাওলানা তারিক জামিল, ৩৮ নাম্বারে তিউনিসিয়া আন-নাহদার আমীর রাশিদ আল গানুশী, ৪২ নাম্বারে মিশরের ফুটবলার মুহাম্মাদ সালাহ, ৪৪ নাম্বারে ফিকিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ৪৫ নাম্বারে পাকিস্তানের দাওয়াতে তাবলীগের আমীর মাওলানা নাজুর আহমদ।
এছাড়াও আরও রয়েছেন, মালয়েশিয়া সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আনওয়ার ইবরাহীম, হামাস প্রধান ইসমাইল হানিয়া, আধুনিক মালয়েশিয়ার জনক ডক্টর মাহাথির মুহাম্মাদ, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী, ডক্টর জাকির নায়েক, ইসলামী ধারার সঙ্গীতশিল্পী মাহের জাইন, সামী ইউসুফ, মসজিদুল হারামের ইমাম ও খতীব শায়েখ আবদুর রহমান সুদাইস প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button