মোহরানা নিয়ে যুক্তরাজ্যের আদালত যুগান্তকারী রায় দেবে
চলতি সপ্তাহে দেনমোহর সংক্রান্ত একটি রায় দেবেন যুক্তরাজ্যের আদালত। ইসলামী শরীয়ার অধীনে দেনমোহর সংক্রান্ত লিখিত কাবিননামা চুক্তি সংক্রান্ত এই মামলায় রায় দেয়া হলে এটাই হবে মৌখিক চুক্তি সংক্রান্ত মামলার প্রথম রায়। নাজমা কোরেশী বৃষ্টি নামক জনৈক বাংলাদেশি নারী তার সাবেক স্বামী শাশুড়ী ও শ্বশুর যথাক্রমে মকসুদুল, শাহিনুর ও ইজহারুল হায়দারের বিরুদ্ধে তার মেহেরের প্রায় ৫৫ হাজার পাউন্ড পরিশোধের দাবিতে কাউন্টি আদালতে মামলা দায়ের করেন। উক্ত দম্পতি ২০১৭ সালে ইংল্যান্ডে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পরের বছর তারা আলাদা হয়ে যান। ২০১৮ সালের জানুয়ারিতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বৃষ্টির সাবেক শ্বশুর পক্ষ তাকে ৫০০৫ পাউন্ড প্রদান করেন, যা কাবিননামাতে উল্লেখ…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login