বিভেদ, কলহ ও বিশৃঙ্খলা ভুলে মুসলিমদের এক হতে হবে : আরাফাতের খুতবায় সৌদি গ্র্যান্ড মুফতি
বিভেদ ভুলে সবাইকে একতাবদ্ধ হবার আহবান জানিয়ে সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বলেছেন, বিভেদ, কলহ ও বিশৃঙ্খলা ভুলে মুসলিমদের এক হতে হবে। ইসলামের শিক্ষার বাস্তব প্রয়োগ ছাড়া মুসলিম জাতির শান্তি আসতে পারে না।
সিরিয়াসহ বিভিন্ন মুসলিম দেশে চলমান সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের বুঝতে হবে আমরা শত্রুর টার্গেটের শিকার। যারা সব সময়ই চায় আমাদের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে রাখতে। এ থেকে আমাদের সতর্ক হতে হবে। সোমবার আরাফাত ময়দান সংলগ্ন ঐতিহাসিক নামিরা মসজিদে দেয়া হজের খুতবায় তিনি এ আহ্বান জানান। মুসলিম উম্মাহর সংহতি, সমৃদ্ধি ও প্রগতি কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত করেন গ্রান্ড মুফতি।
খুতবা শেষে যোহর ও আসরের নামাজ একসাথেই পড়েছেন সমবেত হাজিরা। ১১৮ টি দেশের প্রায় ২৬ লাখ হাজী সমবেত হয়েছেন আরাফাতে।