আল্লাহ’ শুধু মুসলমানদের : মালয়েশিয়ার আদালত
মালয়েশিয়ার একটি আপিল আদালত রায় দিয়েছে যে খ্রিস্টানদের ‘গড’ বা ঈশ্বর বুঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে না মালয়েশিয়ান ক্যাথলিক খ্রিস্টানদের সংবাদ পত্র।
‘হেরাল্ড’ পত্রিকার প্রকাশক বলেন, ২০০৯ সালে সরকার তাদের মালয় সংস্করণে ‘আল্লাহ’ শব্দ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারী করলে তারা ফেডারেল আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন।
তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধান আফিন্দ আলী বলেন,’ আমাদের রায় হচ্ছে যে, এখানে সাংবিধানিক অধিকারেরর কোন ব্যত্যয় ঘটে নি’।
‘ আমাদের সবার একই সিদ্ধান্ত যে, ‘আল্লাহ’ শব্দ ব্যবহার খ্রিস্টান ধর্ম বিশ্বাস ও অনুশীলনের অবিচ্ছিদ্য অংশ নয়।’
২০০৯ সালে বিতর্ক ছড়িয়ে পরে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন খ্রিস্টানদের ‘গড’ বা ঈশ্বর বুঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার বন্ধ না করলে পত্রিকাটির প্রকাশনা/ ডিক্লারেশন বন্ধের হুমকী দেয়। আর তখন ক্যাথলিক চার্চ তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণের অভিযোগ তুলে। তখন একটি আদালত খ্রিস্টানদের দাবীর পক্ষে রায় দেয় এবং পরে তা রিভিউ করা হয়।