বাণিজ্য বৃদ্ধির গতি ২০১৪ পরবর্তী সর্বোচ্চে
ঘুরে দাঁড়াচ্ছে ব্রিটিশ অর্থনীতি
কভিড-১৯ মহামারীর বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে ব্রিটিশ অর্থনীতি। কভিডজনিত বিধিনিষেধ তুলে দেয়ার পর ব্যাপকভাবে বাড়ছে দেশটির প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। গত তিন মাসে ব্রিটিশ ব্যবসাগুলোর বৃদ্ধির গতি ২০১৪ সালের মে মাসের পর সর্বোচ্চ।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কভিডজনিত বিধিনিষেধ প্রত্যাহার করায় জুন-আগস্ট সময়ে ব্রিটিশ ব্যবসাগুলো ব্যাপকভাবে বেড়েছে। ব্রিটিশ শিল্প করপোরেশন (সিবিআই) এ তথ্য জানিয়েছে। গত ২৩ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত জরিপ চালায় প্রতিষ্ঠানটি।
সিবিআই বলছে, গত তিন মাসে মাসিক বৃদ্ধির সূচকগুলো ৩৩ পয়েন্ট থেকে বেড়ে ৩৪ পয়েন্টে পৌঁছেছে। এক্ষেত্রে ভোক্তা পরিষেবা ও খুচরা বিক্রি খাতে শক্তিশালী বৃদ্ধি অবদান রেখেছে। যদিও শিল্পোৎপাদন খাতের কার্যক্রমে ধীরগতি দেখা গেছে। এছাড়া সরবরাহ চেইনে সমস্যা ও কর্মী ঘাটতির কারণে আগামী তিন মাসে বেশির ভাগ ব্যবসায়িক কার্যক্রম ধীর হয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শ্রমিক ঘাটতির প্রভাব দেশটিতে ক্রমেই স্পষ্ট হচ্ছে। সিবিআই অর্থনীতিবিদ আনা লিচ বলেন, কভিড-১৯ মহামারীতে বৈশ্বিক সরবরাহ চেইনে চাপ সৃষ্টি হয়েছে। ফলে কাঁচামাল ও জাহাজীকরণ ব্যয় বেড়ে চাপ আরো বাড়ছে। এটি স্পষ্ট নয় যে শ্রমিক ঘাটতি ও অন্যান্য সংকট কতটা স্থায়ী হতে পারে।