আগষ্টে রফতানি ১ হাজার ৮৯০ কোটি ডলারে পৌঁছেছে

তুরস্কের ইতিহাসে রফতানি সর্বকালের সর্বোচ্চ

আগষ্ট মাসে তুরস্কের রফতানি ১ হাজার ৮৯০ কোটি ডলারে পৌঁছেছে। দেশটির ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। শনিবার বার্তা সংস্থা হুরিয়েত ডেইলি নিউজকে দেয়া সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী মেহমেট মুস। বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের একই সময়ের তুলনায় তুরস্কের রফতানি ৫২ শতাংশ বেড়েছে। তিনি বলেন, ‘আমাদের রফতানিতে এই শক্তিশালী গতি অর্জনের সাথে, আমরা মহামারী-পূর্ব কর্মক্ষমতাকে ছাড়িয়ে গেছি।’ প্রসঙ্গত, তুরস্কের শীর্ষ রফতানি পণ্যগুলো হচ্ছে পারমাণবিক চুল্লি, বয়লার এবং যন্ত্রপাতি।
অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি (ওইসি) এর পরিসংখ্যান অনুসারে, আগস্ট ২০২১-এ, তুরস্ক জার্মানিতে ৬৩ কোটি ৮০ লাখ, যুক্তরাজ্যে ৫৯ কোটি ৭০ লাখ এবং স্পেনে ৪৭ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। এই দেশগুলোতে পণ্য রফতানি বাড়ায় তুরস্কের বাৎসরিক রফতানি আয়ও অনেক বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button