আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে দুজনকে। তারা হলেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার ও মোল্লা আবদুল সালাম। তিন সপ্তাহ আগে আফগানিস্তানের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এই সরকার ঘোষণা করা হলো।
মোল্লা হাসান আখুন্দ দীর্ঘ দিন ধরে গ্রুপটির শূরার নেতা হিসেবে কাজ করছেন। তিনি বেশ প্রভাবশালী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি সামরিক বিভাগে সক্রিয় না হলেও ধর্মীয় বিষয়গুলোর তদারকিতে বেশি নজর দেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নতুন সরকারের ঘোষণা দেন। তিনি ৩৩ সদস্যবিশিষ্ট ‘নতুন ইসলামি সরকারের’ কথা ঘোষণা করে বলেন, বাকি পদগুলো সতর্ক বিবেচনার পর ঘোষণা করা হবে।
অন্তর্বর্তী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন:
প্রধানমন্ত্রী : মোহাম্মদ হাসান আখুন্দ
উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার ও মোল্লা আবদুল সালাম হানাফি।
স্বরাষ্ট্রমন্ত্রী : সিরাজুদ্দিন হাক্কানি
পররাষ্ট্রমন্ত্রী : আমির খান মুত্তাকি
উপপররাষ্ট্রমন্ত্রী : মোহাম্মদ আব্বাস স্তানিকজাই
প্রতিরক্ষামন্ত্রী : মোল্লা ইয়াকুব
সেনাপ্রধান : ফসিউদ্দিন বাদাখশানি
অর্থমন্ত্রী : মোল্লা হিদায়েতুল্লাহ
তথ্যমন্ত্রী : জাবিউল্লাহ মুজাহিদ
সরকার ঘোষণা করে মুজাহিদ বলেন, নতুন সরকারের প্রথম কাজগুলোর মধ্যে থাকবে অর্থনীতিকে স্থিতিশীল করা, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং দেশটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলা করা।