যুক্তরাজ্যে অ্যামাজনের ৪৯২ মিলিয়ন পাউন্ড ট্যাক্স পরিশোধ

অ্যামাজন জানিয়েছে, তারা গত বছর ৪৯২ মিলিয়ন পাউন্ড সরাসরি ট্যাক্স প্রদান করেছে যুক্তরাজ্যে এবং ১.৬ বিলিয়ন পাউন্ডেরও বেশী বিনিয়োগ করেছে তাদের ব্রিটিশ কর্মকান্ডে, মহামরির সময় ফুলে ফেঁপে ওঠা অনলাইন শপিংয়ের মধ্যে। এই অনলাইন রিটেইল জায়ান্ট জানায়, প্রত্যক্ষ ট্যাক্স বিল ২০১৯ সালের ২৯৩ পাউন্ডের তুলনায় দুই তৃতীয়াংশ বেড়েছে। ২০২০ সালে যুক্তরাজ্যে গ্রুপটির ট্যাক্সবিল মোট ২০.৬৩ বিলিয়ন পাউন্ডের রাজস্বকে অনুসরণ করে, ২০১৯ সালে তা ছিলো ১৩.৭৩ বিলিয়ন পাউন্ড। সম্প্রতি কোম্পানীজ হাউসে অ্যামাজন ইউকে’র দাখিলকৃত পরিসংখ্যান থেকে দেখা যায় যে, তাদের ট্যাক্সপূর্ব মুনাফা ২৫ শতাংশ অর্থাৎ ১২৮ মিলিয়ন পাউন্ড বেড়েছে। যা ৪.৮৫ বিলিয়ন পাউন্ডের ডিভিশনের রাজস্ব সংক্রান্ত।
ইউকে রেজিস্টার্ড ডিভিশনের জন্য পরিশোধিত প্রত্যক্ষ কর, যা ফার্মের ইউকে রিটেইল কার্যক্রমের জন্য ওয়ারহাউস সুবিধা ও সরবরাহ সেবা প্রদান করে, তা ২০২০ সালে দাঁড়ায় ১৮.৩ মিলিয়নে, এটা আগে ছিলো ১৪.৫ মিলিয়ন পাউন্ড। সম্প্রতি অ্যামাজনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। বিতর্ক দেখা দেয় প্রতিষ্ঠানটির ইউকে ট্যাক্স বিল নিয়ে। গ্রুপটি লুক্সেমবার্গের মাধ্যমে এর ব্রিটিশ রিটেইল সেইল অফিশিয়েলি রিপোর্ট করলে এ বিতর্ক ওঠে যে, এতে অ্যামাজনের ইউকে সার্ভিসের বিশাল কর্মকান্ডের শুধু একটি ক্ষুদ্র অংশ উপস্থাপিত হয়। কিন্তু টেকনোলজি টিটান এর ইউকে রিটেইল সেইলসের ওপর জোর দেয়, জোর দেয় যুক্তরাজ্যে রেকর্ডভুক্ত এর সংশ্লিষ্ট ব্যয়, মুনাফা ও ট্যাক্সের ওপর। অতঃপর এভাবে রিপোর্ট করা হয় এবং অর্থ পরিশোধ করা হয় সরাসরি এইচএস রেভিনিউ এন্ড কাস্টমস-এ।
এটা আরো জানায় যে, প্রতিষ্ঠানটি গত বছর ১.০৬ বিলিয়ন পাউন্ড পরোক্ষ কর পরিশোধ করে। মোট যুক্তরাজ্য ট্যাক্স অবদানের ক্ষেত্রে এটা ১.৫৫ বিলিয়ন পাউন্ড, যা ২০১৯ সালে ছিলো ১.১৪ বিলিয়ন পাউন্ড।
বর্তমানের অ্যামাজনের যুক্তরাজ্য জনবল ৫৫ হাজারেরও বেশী। চলতি বছর আরো ১০ হাজার চাকুরী সৃষ্টির পর দাঁড়িয়েছে এ সংখ্যা। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরো স্টাফ সংগ্রহ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি গত সপ্তাহে ঘোষনা করে যে, তারা একটি বড়ো ধরনের সম্প্রসারণের অংশ হিসেবে আরো ২০০০ যুক্তরাজ্য জব সংযোজন করেছে।
ব্যবসাটি লন্ডন ও মানচেষ্টারে তার অফিসগুলোর জন্য নতুন স্টাফ সংগ্রহ করছে। একই সঙ্গে ক্যামব্রিজ ও এডিনবার্গের টেক-হাবগুলোতেও স্টাফ নিচ্ছে। সর্বোপরি যুক্তরাজ্যের ফুলিফিলমেন্ট সেন্টারগুলোর জন্য স্টাফ খুঁজছে তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button